Breaking News

বিয়ের আগ মু,হূ,র্তে পাত্রের বাবার সঙ্গে পালিয়ে গেলেন পাত্রী’র মা;

বিয়ের আগ মু,হূ,র্তে পাত্রের বাবার সঙ্গে পালিয়ে গেলেন পাত্রী’র মা;
ভালোবাসার টানে বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা রহরহই ঘটে,। কিন্তু ছেলে-মেয়ের বিয়ের ঠিক আগেই পাত্রীর মা,কে নিয়ে পালিয়ে

গেলেন পাত্রে,র বাবা! ভারতের গুজ,রাট রাজ্যের সুরাটে এমন অবি,শ্বাস্য ঘটনাই ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। পুরনো ভালোবাসার এই কাহিনী যেন সিনেমা,কেও হার মানল”।

জানা যায়, ও’ই পাত্রের বাবার সঙ্গে পাত্রীর মায়ের পুরনো ভালোবাসা ছিল,,। কলেজে পড়ার সময় থেকেই একে অপরের পরিচিত ছিলেন। কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। সময়ের সঙ্গে সঙ্গে যে, যার জীবনে ব্যস্ত হয়ে পড়ে। সাংসারিক জীবনে জড়িয়ে পড়েন দু’জনেই

সম্প্রতি তাদের ছেলে,-মেয়েদের বিয়ে ঠিক হয়,,। কিন্তু কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি, সে বিয়ে পণ্ড হবে এমন একটি কারণে,!

ভারতীয় সংবাদ,,মাধ্যম,,গুলো জানায়, দুই পরিবারের সম্মতিতেই ওই তরুণ-তরুণীর স,ম্পর্ক এ,গিয়েছিল। তখন,ই পরস্পরকে ফিরে পান পাত্রের প্রৌঢ় বাবা ও পাত্রীর প্রৌঢ়া মা। এক বছর আগে বাগদানও হয়েছিল পাত্র-পাত্রীর,,,।

চলতি বছরের ফে,ব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওই পাত্র-পাত্রীর বিয়ের দিন ঠিক হয়েছিল। তাদের বাবা ও মায়ের নিখোঁজ হয়ে যাওয়ার জন্যে ইতিমধ্যে,ই ওই দু’জনের বিয়ে আটকে গে,ছে।

ওই দুই পরিবারের,ই এক আত্মীয় জানিয়েছেন, মেয়ের মা ও ছেলের বাবা ছিলেন ছোট,বেলার বন্ধু। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক,ও ছিল। কিন্তু তাদের প্রেম পরিণতি পায়নি। ছেলে ও মেয়ের বিয়ের সম্বন্ধের জন্য যোগাযোগ হওয়ার পর এই ঘটনা ঘটিয়েছেন তারা।

এ ঘটনায় রীতিমতো হৈ’চৈ পড়ে গিয়েছে গুজ’রাটের সুরাটে”’। লোকলজ্জায় মুখ দেখাতে পারছে না দুই পরিবার।
সোশ্যাল মিডিয়াতে ওই দু’জনের ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মজেছেন নেটিজেনরা। একেই বলে কারো পৌষ মাস,,কারো স,র্ব,না,শ

About jacob done

Check Also

১- ক্লাসের মাত্র” একজন ছাত্রী’ বাকি ‘মেয়েদের বিয়ে!

১- ক্লাসের মাত্র” একজন ছাত্রী’ বাকি ‘মেয়েদের বিয়ে! দেড়বছর করোনার ঢেউয়ে নিমজ্জি’ত ছিল দেশের শিক্ষাঙ্গন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *