Breaking News

নুরের সঙ্গে, হিরো আলম সাক্ষাৎ করে যা বললেন ।

নুরের সঙ্গে, হিরো আলম সাক্ষাৎ করে যা বললেন ।

ঢাকসুর সাবেক ভিপি (নুরুল হক নুরের) সঙ্গে সাক্ষাৎ” করেছেন (আশরাফুল আলম ওরফে হিরো আলম)। আজ মঙ্গলবার (১৭-আগস্ট) স,ন্ধ্যায় নুরের পল্টন অফিসে (হিরো আলম )তার স,ঙ্গে সাক্ষাৎ করেন।

(হিরো আলম) জা,নিয়েছেন, আজ সন্ধ্যার তার সা,ক্ষাৎ হয়। সাক্ষাৎকালে নুরের সঙ্গে রা,জনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে তিনি নুরের সঙ্গে রাজনীতি করবেন কি না; সেই বিষয়ে সি,দ্ধান্ত নেননি।

বগু,ড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সি,ডি বি,ক্রি করতেন আলম। সিডি যখন চলছিল না, তখন তিনি কেবল ব্যবসা শুরু.করেন। কেবল

সং,যোগের ব্যবসার সু,বাদে গানের ভিডিও তৈরি করতে শুরু করেন তিনি। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ,প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম।

ই,উ,টি,উ,বে হিরো আলমের এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তাঁর ভিডিও নিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় তাঁর

ভিডিও নিয়ে হয় ট্রল। এরপর তিনি শুরু করেন সিনেমা প্র,যোজনা ও অভিনয়। গত নির্বাচনে নিজ” এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও হ,য়েছিলেন আলম।

About jacob done

Check Also

এহসান” গুরুপ নিয়ে খ্যাত, কুয়াকাটা হুজুরের মন্তব্য!

এহসান” গুরুপ নিয়ে খ্যাত, কুয়াকাটা হুজুরের মন্তব্য! ”হেলিকপ্টার হুজুর” খ্যাত কুয়াকাটার মাওলানা মো. হাফিজুর রহমান’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *