Breaking News

দুই বছরের শিশু বাঁচালো তার মা’কে, প্র,শংসায় গোটা দেশবাসী

দুই বছরের শিশু বাঁচালো তার মা’কে, প্র,শংসায় গোটা দেশবাসী

২ বছরের শিশু, বাঁচালো তার মা’কে। তার উপস্থিত বুদ্ধির প্রশংসা করছে গোটা দেশবাসী। ঘটনা,টি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ স্টেশনে;

স্টেশনই ছিল তাঁদের ঘর। এক, মা তার দুই ছেলে। ভিক্ষা করেই দু’ই ছেলের মুখে ভাত তুলে দিতেন মা। তবে করোনার ঢেউ আছড়ে পড়তে স্টে’শনে মানুষের আনাগোনা কমে যায়। ভি’ক্ষা’র ঝুলি ফাঁকা হয়ে যায়। রোজগার কিছুই ছিল না। না খেয়ে থাকতে থাকতে হঠাৎই অজ্ঞান হয়ে যায় মা,,,

২ বছরের শিশুর মু’খে সেভাবে বুলি ফোঁটেনি। হঠাৎই ,সে দেখে স্টেশনে টহল দিচ্ছেন কয়েকজন আরপিএফ। ছোট্ট ভাইকে মায়ের কাছে রেখে ছুটে যায় তাঁদের দিকে;

কোনও রকমে অঙ্গভঙ্গিতে আর’পিএফদের বোঝাতে থাকে তাঁর মা সাড়া দিচ্ছে না। রাস্তা চিনিয়ে মায়ের অ’র্ধপ্রাণহীন দেহ পরে থাকা স্থানে নিয়ে যায় আরপিএফদের। সেখানে গিয়ে, তারা দেখেন, এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছেন,,,

রাতারাতি চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। চিকিৎসকদের কথায় সুস্থের পথে তাদের মা। ঘটনার ভিডিও, ছবি ই’তি’মধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একরত্তি শিশুর, বুদ্ধির প্রশংসা করেছেন বহু মানুষ। ডাক্তার জানিয়েছেন, দেরি হলে বড় বিপদ হয়ে যেত। আপাতত আরপিএফদের দেখভালে রয়েছে দুই শিশু;

মহিলার স্বামী কে? তা জানা যায়নি। তাদের সঠিক কোনও, পরিচয়ও পাওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ শু’রু’ করেছে পুলিস। মহিলা সুস্থ হলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে,,,

About jacob done

Check Also

১- ক্লাসের মাত্র” একজন ছাত্রী’ বাকি ‘মেয়েদের বিয়ে!

১- ক্লাসের মাত্র” একজন ছাত্রী’ বাকি ‘মেয়েদের বিয়ে! দেড়বছর করোনার ঢেউয়ে নিমজ্জি’ত ছিল দেশের শিক্ষাঙ্গন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *