Breaking News

অবাক কান্ড “প্রতিবছর আকাশ থেকে বৃ,ষ্টি,র মত ঝরে পড়ে জীবন্ত মাছ,

অবাক কান্ড “প্রতিবছর আকাশ থেকে বৃ,ষ্টি,র মত ঝরে পড়ে জীবন্ত মাছ,
বৃষ্টির সাথে আকাশ থেকে পড়ছে জীবন্ত মাছ!

বছরের নি,র্দি,ষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। এলাকায় মৎস্য বৃ,ষ্টি নামেই এই ঘটনা পরিচিত। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে। কিন্তু এই ধরাধামে,, এমন ঘটনা বাস্তবে ঘটে। মধ্য আমেরিকার হন্ডুরাসে ইয়োরো, এলাকায় বছরে দু-বার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ।

আরও অদ্ভুত বি’ষয় হল এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে যোজন মাইল দূরে অবস্থিত। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে, থেকে জুন, মাসের মধ্যে এমনটা হয়ে থাকে।

এই অ,দ্ভু,ত ঘটনা লুবিয়া দে পেসেস নামে পরিচিত। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্র-গতিতে ঝড় ও বৃ,ষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই রাস্তায় শত শত মাছ এসে আছড়ে পড়ে।

রাস্তাজুড়ে ভরে যায় নানারকম মাছে। তবে এর পিছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনও সেভাবে প্রকাশ্যে আসেনি।

পৃথিবীর আরও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের বৃ’ষ্টি হয়। কোথাও কোথাও মাছের সঙ্গে ব্যাঙও দেখা যায়। এমনকি কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে যে কিছু জায়গায় সাপ, ইঁদুর, মাকড়সা, জে,লি,ফি,শসহ নানা রকমের জীব ঝড়ো হাওয়ায় রাস্তায় আছড়ে পড়ে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রাণীগুলো মৃত অবস্থায় এসে রাস্তায় পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে জীবিত অবস্থায় সা’প বা বড় মাকড়সা জাতীয় প্রাণী এসে প,ড়লে আতঙ্ক তৈরি হয়। ইয়োরো এলাকার বাসি’ন্দারা যদিও আ,কা,শে,র মেঘ দেখে আন্দাজ করতে পারেন কখন শুরু হবে তুমুল ঝড় এবং মৎস্য বৃ’ষ্টি। ঝড় এতই তী,ব্র গতিবেগে হয় যে অদ্ভুত এক শব্দ তৈ,রি হয়। মনে হয় যেন আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ছে মাছ

About jacob done

Check Also

সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড গড়লো স্পাইডার/ম্যান; নো ওয়ে হোম,এর ট্রেলার- দেখুন ভিডিও

সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড গড়লো স্পাইডার/ম্যান; নো ওয়ে হোম,এর ট্রেলার সনি পি;,কচার্সের ‘স্পাইডারম্যান: নো ওয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *